পর্নস্টার হয়ে ওঠার গোপন তথ্য ফাঁস করবেন সানি লিওন!

বায়োপিকের এক আলাদা ময়দান তৈরি হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে৷ আসা যাক সোজা বলিউডে ৷ কখনও খেলার জগত, কখনও সাউথের অ্যাডাস্ট স্টার, কখনও বা বলিউডের লিজেন্ড ৷ সব খানেই এখন বায়োপিকের আমেজ ৷
শ্রীদেবীর মৃত্যুর পরই যেমন শোনা গেল রাম গোপাল ভার্মা তাঁকে নিয়ে বায়োপিক করতে চান৷ বায়োপিকে অভিনয় করছেন এ-লিস্টেড স্টাররা৷ কিছু বায়োপিকের ইউএসপি হল তারকার কনট্রোভআরশিয়াল লাইফ৷ তেমনি খবর এল এবার বায়োপিক হতে চলেছে সানি লিওনির জীবন নিয়ে৷
কন্ট্রোভার্সি আর সানি লিওনি ৷ কথা দুটি খুব একটা অচেনা নয় একে অপরের থেকে৷ ইনস্টাগ্র্যামে নিজেই পোস্ট করে জানালেন ফ্যানদের যে আসতে চলেছে তাঁর বায়োপিক ৷ তাঁর বড়ো হয়ে ওঠা, অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে আসা, সেই ইন্ডাস্ট্রি ছেড়ে বলিউড ৷
কেন কারেনজিৎ থেকে নাম হল সানি? কেন এলেন সুদূর কানাডা থেকে ভারতে? সবকিছুর পেছনে রয়েছে কী কারণ ? সেই সবই খোলসা হবে তাঁর বায়োপিকে ৷ তাঁর এবং প্রতিটি চরিত্রে কে কে থাকছেন অভিনয় সে বিষয়ে এখনও জানা যায়নি ৷

Post a Comment

0 Comments