একেক জনের শারিরীক গঠন একেক রকম
হয়ে থাকে। আর শারিরীক গঠনগত পার্থক্যের
কারণে খাবারের চাহিদাও ভিন্ন হয়ে থাকে।
তবে চিকিৎসকরা মনে করেন, নারী-পুরুষ
একে অপরের সাথে সেক্স করার আগে
বিশেষ কিছু খাবার খাওয়া ভাল। চিকিৎসদের মতে
জেনে নিন, সেক্সের আগে আপনি কী
খাবেন, আর কী খাবেন না-
* সাধারণত সেক্সের আগে প্লেন টোস্ট
খেতে পারেন। খুব বেশি হলে একটু মাখন।
পাঁউরুটির অন্য কিছু নয়। তাছাড়া ডিমের সাদা অংশ
চলতে পারে। সসেজ বা সালামি একেবারেই
নয়।
* সেক্সের আগে কফি পান করার কথা ভুলে
যান। লিকার চা হতে পারে সঙ্গী। তবে রাতে
মাছ বা চিকেন চলতে পারে।
অন্য কোন মাংস নয়।
* ব্রোকোলি, ফুলকপি, বাঁধাকপি নয়, গ্রিন সালাড,
শশা, মাশরুম বা টোম্যাটো খান।
* ফ্রেঞ্চ ফ্রাই নয়। আলু খেতে হলে সিদ্ধই
ভাল।
* এগ, চিকেন, মাটন- রোল, বিরিয়ানি কিছুই চলবে
না। মাংস খেলে একেবারে হালকা করে খান।
* ওয়াইন ভাল। টেকিলা চলবে। কিন্তু সুরা-
গোত্রের আর কিছু নয়।
* পিৎজা নয়, পাস্তা খাবেন। তবে সেক্স-এর
আগে পপ কর্ন খাওয়াও ভাল।
* আইসক্রিম খেতে পারেন, তবে তা হতে
হবে লো ফ্যাট।
0 Comments