যৌন মিলনের সময়ে ভ্যাজাইনায় ব্যাথা!
যৌন মিলন মধুর ছাড়া এতে অন্য কোনও
বিশেষণ হওয়া উচিত নয়৷ যে সময় ঘটনাটি
ঘটে নারী ও পুরুষ উভয়েই চরম উন্মাদনা
উপভোগ করেন৷ আনন্দ এতটাই থাকে যে
অন্য সব আনন্দ এর কাছে ফিকে হয়ে যায়৷
সেই যৌন মিলনের আগে যদি কষ্ট শব্দটি
বসে তা কখনই কাঙ্খিত নয়৷ এই বিষয়টি
হওয়া সম্ভব ৷ American College of
Obstetricians and Gynaecologists-র রিসার্চ
অনুযায়ি সব মহিলাদের জীবনেই এই
সমস্যাটা কখনও না কখনও আসেই যখন যৌন
মিলনের সময় ভ্যাজাইনায় প্রচন্ড ব্যাথা
অনুভব করেন৷
কখনও কখনও এই ব্যাথা মারাত্মক হয় আবার
কখনও কখনও আবার চিনচিনে ব্যাথা হয়৷
যৌন মিলনের সময় যেটা বেড়ে যায়৷
মহিলাদের হরমোনে কমা বা বাড়ার ওপর
এটা নির্ভর করে৷ ওস্ট্রেজন লেভেল কমে
যায়৷ স্ট্রেস, ওষুধ , মেনোপজ এই সবের
কারণে হতে পারে হরমোনাল বদল৷
যদি যৌন মিলনের সময় ভ্যাজাইনায় ব্যাথা
হয়, হতেই পারে এমনটা ভেবে নেবেন না৷
চিকিৎসকের পরামর্শ নিন৷ তিনিই এর
সঠিক কারণ বার করতে পারবেন৷
ভ্যাজাইনায় জ্বালার কারণ হতে পারে
সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ৷
এছাড়াও ভ্যাজাইনার গঠনগত সমস্যাও
থাকতে পারে৷
এন্ডিওমেটিরোসিস, ব্লাডার ইনফেকশন,
ওভারিয়ান শিস্ট, ইউটেরিয়ান ফাইব্রয়েড
এগুলিও মারাত্মক হতে পারে৷ সেক্ষেত্রে
ভ্যাজাইনা বা তার সংলগ্ন অংশে
অস্ত্রোপচারও করতে হতে পারে৷
এই ব্যাথার আরও একটি কারণ হতে পারে
আপনাদের জন্য যে সেক্স পজিশন সঠিক
সেটা আপনারা ব্যবহার করছেন না৷ আর
যার জেরেই এই ব্যাথা হচ্ছে৷ তাই নতুন
কোনও পোজ ট্রাই করতে পারেন৷
ভ্যাজাইনায় সাধারণত ফ্লুইড থাকে যা
ভ্যাজাইনাকে সিক্ত রাখে৷ যাতে পুরুষ
যৌনাঙ্গ অবাধে প্রবেশ করতে পারে৷
কিন্তু যদি সেটা না হয় অর্থাৎ
ভ্যাজাইনার ন্যাচারল ফ্লুইড যদি কোনও
কারণে কমে যায় তাহলে যৌন মিলনে
ব্যাথা হতে পারে৷ তাই সেক্ষেত্রেও
চিকিৎসকদের পরামর্শ নেওয়া উচিত৷
আরএম-০৬/২৪/১০ (স্বাস্থ্য ডেস্ক, তথ্যসূত্র:
নিউজ১৮)
0 Comments