আমাদের শরীরের এমন কিছু অঙ্গ আছে যেখানে নিজেদের হাত দিতে নেই। দিলে হতে পারে মারাত্মক বিপদ। কারন আমাদের শরীরের কিছু কিছু অংশ খুব সেন্সেটিভ।
আমাদের নখের নীচে হল জীবানুদের আতুরঘর, বিশেষ করে পায়ের নখ। তাই কখনো হাত দিয়ে নখ পরিষ্কার মরা উচিত নয়। ব্রাশ দিয়ে পরিষ্কার করুন। আর নখ বড় রাখবেন না, তাতেও জীবানুর বাসা বাধে নখের নীচে।
খালি হাত মুখে হাত দেওয়া কখনোই উচিত নয়। কারন আমারা যখন কাজ করি তখন মাঝে মাঝেই হাত মুখে চলে যায়। আর সেই হাতের ময়লা মুখের চারপাশ থেকে মুখের ভিতরে চলে যায়।
আমরা যখন নাক খুঁটি তখন নাশারন্ধ্রের ভিতরে উপস্থিত স্টেফাইলোকক্কাস অরিয়াস ব্যাক্টেরিয়ার উপস্থিতির পরিমান শতকরা ৫১ শতাংশ বেড়ে যায়।
পশ্চাতদেশঃ পেটের মধ্যে কুচো কৃমির কারনে মাঝে মাঝেই মলদ্বারে চুলকানির সৃষ্টি হয়। তাই নিজের অজান্তেই হাত চলে যায়। আর তাতেই বিপদ। কারন মলদ্বার হল জীবানুর আতুরঘর। তাই যদি মলদ্বারে কোনো কারনে হাত চলে যায় তবে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিন।
আমাদের কানের মধ্যে ময়লা হওয়ার কারনে আমরা মাজে মাঝেই কানের মধ্যে হাত দিয়ে থাকি। যারফলে ময়লা আমাদের হাতে চলে যায়। আর সেই হাত যদি মুখে যায় তো বিপদ। তাই কান ধোঁচানোর জন্য কাঁঠি ব্যবহার করুন।
0 Comments