সমীক্ষায় দেখা গিয়েছে নারী ও পুরুষের মধ্যে ব্রেক আপের কষ্ট বেশি কাবু করে ফেলে মহিলদের। পুরুষরা কিন্তু ব্রেকআপ হলেও খুব একটা ভেঙে পড়েন না। তবে মেয়েরা আবার প্রেম হারানোর যন্ত্রনা ছেলেদের তুলনায় একটু তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারেন।
হাইলাইটস
সমীক্ষা বলছে যে প্রেম ভাঙলে মেয়েরা শারীরিক ও মানসিক ভাবে বেলি ভেঙে পড়েন।
প্রকাশ বেশি না করলে ছেলেরা কিন্তু সম্পর্ক ভাঙার দুঃখ বেশিদিন মনে বয়ে নিয়ে চলেন।
এই সময় জীবন যাপন ডেস্ক: এক সময় যে মানুষটাকে ছাড়া এক মুহূর্ত চলত না, তার সঙ্গে সব সম্পর্ক ঘুচিয়ে দেওয়ার যন্ত্রনা যে কত তীব্র তা, সম্পর্ক ভাঙার মধ্যে দিয়ে যারা গিয়েছেন, তাঁরাই বলতে পারবেন। এই কষ্ট মানুষকে মানসিক ভাবে বিধ্বস্ত করে দেয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে প্রায় সবাই এই ট্রমা থেকে বেরিয়ে আসতে পারেন। কারও ক্ষেত্রে সময় একটু বেশি লাগে, কারও কম।
সমীক্ষায় দেখা গিয়েছে নারী ও পুরুষের মধ্যে ব্রেক আপের কষ্ট বেশি কাবু করে ফেলে মহিলদের। পুরুষরা কিন্তু ব্রেকআপ হলেও খুব একটা ভেঙে পড়েন না। তবে মেয়েরা আবার প্রেম হারানোর যন্ত্রনা ছেলেদের তুলনায় একটু তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারেন। লন্ডনের বিংহামটন ইউনিভার্সিটি থেকে ৯৬টি দেশের ৫৭০৫ জন নারী-পুরুষের ওপর সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে আসা হয়েছে।
সমীক্ষা বলছে যে প্রেম ভাঙলে মেয়েরা শারীরিক ও মানসিক ভাবে বেলি ভেঙে পড়েন। দেখা গিয়েছে ব্রেকআপের পরে মেয়েরা তাদের দুঃখের মাত্রা দিয়েছেন ৬.৮৪ এবং ছেলেরা দিয়েছেন ৬.৫৮। আর মেয়েরা তাঁদের শারীরিক যন্ত্রনার মাত্রা দিয়েছেন ৪.২১ এবং ছেলেরা ৩.৭৫। তবে মেয়েরা বেশি ভেঙে পড়লেও পুরনো সম্পর্ক থেকে তাঁরাই আগে বেরিয়ে আসতে পারেন। প্রকাশ বেশি না করলে ছেলেরা কিন্তু সম্পর্ক ভাঙার দুঃখ বেশিদিন মনে বয়ে নিয়ে চলেন।
0 Comments