আমি তখন সবে ক্লাস টেন এ উঠেছি। বয়সের তাড়নায় আমার একটা ছেলের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি হয় যা একপর্যায়ে প্রেমে পরিনত হয়। আমার রিলেশন অনেকদিন যাওয়ার পর আমি জানতে পারলাম সে রেগুলার মাদক নেয়।
আমি এ বিষয় নিয়ে সরাসরি তার সাথে কথা বলি। সে আমার কথাতে রাজি হয়ে যায় এবং চেষ্টা চালাতে থাকে নিজেকে শুধরে নেওয়ার। এবং সে সত্যি সত্যি ফিরে আসে ভালো পথে। সে পুরোপুরিভাবে মাদক ছেড়ে দেয়।
একদিন আমরা দেখা করার কথা ঠিক করলাম। আর সময়টা ঠিক করলাম অনেক সকাল বেলাতে। হঠাৎ খুব জোরে বৃষ্টি শুরু হলো। আর আমি বৃষ্টির জন্য এতোটাই পাগল ছিলাম যে, বৃষ্টি দেখলে নিজেকে ঠিক রাখতে পারিনা।
আমি বৃষ্টিতে ভিজতে লাগলাম, এক সময় ঠান্ডা লেগে আমি অজ্ঞান হয়ে গেলাম। অবচেতন অবস্থায় ও আমাকে একটা বাসায় নিয়ে গেল। আমার জ্ঞান ফেরার পর দেখলাম আমি ওর উপরে শুয়ে আছি। আমি রাগে ঘৃনায় (hate) কোন কথা না বলে ওখান থেকে চলে আসলাম । আর ওর সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিলাম। ও আমাকে বুঝানোর অনেক ট্রাই করেছে কিন্তু আমি কিছুতেই ওকে ক্ষমা করতে পারছিলাম না। কারন আমার বারবার মনে হচ্ছিল আমার অজ্ঞান হওয়ার সুযোগ নিয়ে ও আমার সাথে কিছু একটা করেছে।
আমি ওকে ঐ দিনের কথা জিজ্ঞেস করলে কিছু বলেনা। আমি বাধ্য হয়ে ওর সাথে সম্পর্কটা ভেঙ্গে ফেলি। তার বেশকিছু পরে আমার বিয়ে হয়ে যায়। আমার স্বামী খুব ভালো মানুষ। বিয়ের পরে যখন আমাদের বাসর হয় তখন আমাদের শারীরিক মিলনের পরে আমার অনেক ব্লিডিং হয়। আমার স্বামী বলে আমি নাকি কুমারী ছিলাম। তাহলে কি আমার ধারনা ভুল ছিল? সে কি তাহলে আমার সাথে কিছুই করেনি? আমার এইসব ভেবে অনেক খারাপ (bad) লাগতে লাগল। আমার স্বামীকে বলেছিলাম আমার একটা ছিল কিন্তু ঐ দিনের কথাটা ওকে বলতে পারিনি। এখন আমি দোটানায় ভুগছি। কারন এখনও মাঝে মাঝে আমার ঐ আমাকে ফোন দিয়ে অনেক কান্না কাটি করে। এখন আমার কি করার কিছু একটা পরামর্শ দিবেন প্লিজ।
পরামর্শ-
কি বলে সান্তনা দিব বুঝতে পারছিনা। কারন আপনার যে ঘটনার (event) কারনে আপনি আগের প্রেমিক (lover) কে ছেড়ে দিয়েছেন সেটা আসলে সে ছাড়া আর কেউ জানেনা। আপনি তার চরিত্র সম্পর্কে জানিয়েছেন যে, সে একটা ভালো চরিত্রের ছেলে। আবার অনেক সময় মুখের কাছে খাবার পেয়ে অনেক ভালো মানুষের নিয়তই খারাপ হয়ে যেতে পারে। তাই বলে তাকে কোন ভাবে খারাপ (bad) বলতে পারব না । কারন আমরা জানি অনেক সময় ঠান্ডা লাগা রোগীদের শরীরে গরম দিয়ে সুস্থ্য করা যায় আপনার প্রেমিকও হয়ত তাই করছিল।
আর আপনি বলেছেন আপনার স্বামীর সাথে প্রথম মিলনের সময় আপনার ব্লিডিং হয়েছিল। এ বিষয়ে একটা কথা বলে রাখি আর তা হল, মিলন করার সময় যদি মেয়েদের ব্লিডিং হয় তাহলে বুঝতে হবে তার সতিচ্ছেদ নষ্ট হয়নি।
0 Comments